ভারত বনাম ইংল্যান্ডের দ্বিতীয় ওডিআই চলছে

আজ ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় ওডিআই শুরু হয়েছে কটকের বারাবাটি স্টেডিয়ামে ।এখন অব্দি পাওয়া খবর অনুযায়ী ,ইংল্যান্ড তিন উইকেট হারিয়ে ১৭৬ রান করেছেন ৩১.৩ ওভারে । উইকেটে ব্যাট করছেন জো রুট ৩৬ ও ব্যাটলার ৭।ইংল্যান্ডের হয়ে আউট হয়ে গেছেন ফিল সল্ট ৩৬,বেন ডাক ৬৫ এবং হ্যারি ব্রুক ৩১। এই তিনটি উইকেট নিয়েছেন যথাক্রমে বরুন চক্রবর্তী হর্ষিত রানা ও রবীন্দ্র জাদেজা । ভারত দ্বিতীয় অর্ধে ব্যাট করবে । চোট সরিয়ে প্রথম একাদশে আছে মোহাম্মদ সামি ।