আজ ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় ওডিআই শুরু হয়েছে কটকের বারাবাটি স্টেডিয়ামে ।এখন অব্দি পাওয়া খবর অনুযায়ী ,ইংল্যান্ড তিন উইকেট হারিয়ে ১৭৬ রান করেছেন ৩১.৩ ওভারে । উইকেটে ব্যাট করছেন জো রুট ৩৬ ও ব্যাটলার ৭।ইংল্যান্ডের হয়ে আউট হয়ে গেছেন ফিল সল্ট ৩৬,বেন ডাক ৬৫ এবং হ্যারি ব্রুক ৩১। এই তিনটি উইকেট নিয়েছেন যথাক্রমে বরুন চক্রবর্তী হর্ষিত রানা ও রবীন্দ্র জাদেজা । ভারত দ্বিতীয় অর্ধে ব্যাট করবে । চোট সরিয়ে প্রথম একাদশে আছে মোহাম্মদ সামি ।
রাজ্য
মুখ্যমন্ত্রীর খেলা ধরে ফেললেন বিরোধী দলনেতা
সম্প্রতি কলকাতা তে মুর্শিদাবাদে হিংসার প্রতিবাদে বিজেপি যুব মোর্চা মিছিল করলো নেতাজির বাড়ি থেকে শ্যামাপ্রসাদের বাড়ি অব্দি । এই মিছিলের নেতৃত্ব দেন বিরোধী দলনেতা...