ভারত হেরে গেলো ওমানের কাছে কাছে ১-০ গোলে

খবর  ঘন্টায়  ঘন্টায় ওয়েবডেস্ক  :  গতকাল  ওমানের মাস্কটে বিশ্বকাপ  যোগ্যতা  অর্জন পর্বের খেলায়  ভারত হেরে গেলো  ওমানের কাছে ১-০ গোলে । সন্দেশ  ঝিনগণের  অনুপস্থিতি  ভারতের ডিফেন্সের দৈন্যদশা  প্রকট  করে  দিয়েছে । খেলার ৬ মিনিটের মাথায় রাহুল ভেকের দোষে  পেনাল্টি  পেয়েছিলো ওমান  কিন্তু  সেই সুযোগ  নষ্ট  করে ওমানের  মুহুসেনী । ৩৩ মিনিটের মাথায়  পেনাল্টি নষ্টের  খেসারত  পুষিয়ে দেন  ও মুহুসেনী  আদিল  খান  ও আনাসের  মধ্য  ভারতের  গোলে  বল টা  জড়িয়ে  দিয়ে ।