খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :বিরাট কোহলি ৯ উইকেট হারিয়ে দুই ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা (১৭) এবং মোহাম্মদ সামি (১০) যখন ব্যাট করছিলো তখন তাদের ফিরে আসতে বলে ,অর্থাৎ তিনি ইনিংস ডিক্লেয়ার করে দেন । লাঞ্চের আগে ভারত ছিল ৪ উইকেটে ২৮৯। কিন্তু লাঞ্চের পরে বাংলাদেশ দুর্দান্ত ভাবে খেলায় ফিরে আসে এবং ৫ উইকেট ফেলে দেয় ভারতের তখন রান ৩৩১। ঋদ্ধি ও সামি শেষ উইকেটে যোগ করেছে ১৬ রান । গোলাপি বলে প্রথম ভারতের হয়ে সেঞ্চুরি করেন বিরাট কোহলি (১৫৯) রান । শেষ খবর পাওয়া অব্দি বাংলাদেশ ৫ রান করে ২ উইকেটের বিনিময়ে , দুটি উইকেট নিয়েছেন ইশান্ত শর্মা ।