গতকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল-মোহনবাগানের প্রথম অর্ধের খেলা গোল শুন্য ভাবে ড্র থাকে ।খেলার ৬১ মিনিটে তোরো কে মেরে মাঠের বাইরে লাল কার্ড দেখে চলে যান অনিরুদ্ধ থাপা । তার পরে ১০ জনে থাকা মোহনবাগানের দিমিত্রি ৭১ মিনিটে গোল করেন ,গোল শোধের জন্য চেষ্টা করেছিল ইস্টবেঙ্গল সুযোগ ও পেয়েছিল কিন্তু সদ ব্যবহার করতে পারেনি ।মাঝমাঠে সৌভিক চক্রবর্তীর না থাকা তা ফ্যাক্টর হয়ে দাঁড়ালো ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...