ভিকুনার মগজঅস্ত্রের কাছে হেরে গেলো ইস্টবেঙ্গল

বুধবার আরো একবার প্রমাণিত হলো ডার্বি জয়ের পরের ম্যাচে হোঁচট খাবেই মশাল বাহিনী ,ডায়মন্ড হারবার জিতলো ২-১ গোলে । এই পরাজয়ের নেপথ্যে রয়েছে গিলের ক্ষমার অযোগ্য ভুল দিমি ও বিপিন সিংহের গোল নষ্টের প্রদর্শনী ,ভিকুনার মোজাস্ত্র ও দুই প্রাক্তন ইস্টবেঙ্গলি জবি জাস্টিন এবং মিরশাদের অনবদ্য লড়াই । ফলাফল হয় ২-১।