নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ দিল্লিতে মহিলা বিশ্ববক্সিং চ্যাম্পিয়নশিপের ৪৮ কেজি বিভাগের ফাইনালে মেরি কম মুখোমুখি হচ্ছেন হানা ওখ ও টার । তার আগে পোল্যান্ডে মেরি মুখোমুখি হয়েছিলেন হানা । কিন্তু হানা সেইবার মেরির সামনে দাঁড়াতেই পারেননি সুতরাং ভারতের হয়ে টানা ৬ বার বিশ্ববক্সিং চ্যাম্পিয়নশিপ জেতার বিশ্ব রেকর্ড করার সম্ভবনা আছে মেরি কমের । ওপর দিকে ৫৭ কেজি বিভাগে ভারতীয় বক্সার সোনিয়া চাহাল উত্তর কোরিয়ার জো সং হুয়া কে হারিয়ে ফাইনালে উঠলেন ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...