
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আজ দিল্লিতে মহিলা বিশ্ববক্সিং চ্যাম্পিয়নশিপের ৪৮ কেজি বিভাগের ফাইনালে মেরি কম মুখোমুখি হচ্ছেন হানা ওখ ও টার । তার আগে পোল্যান্ডে মেরি মুখোমুখি হয়েছিলেন হানা । কিন্তু হানা সেইবার মেরির সামনে দাঁড়াতেই পারেননি সুতরাং ভারতের হয়ে টানা ৬ বার বিশ্ববক্সিং চ্যাম্পিয়নশিপ জেতার বিশ্ব রেকর্ড করার সম্ভবনা আছে মেরি কমের । ওপর দিকে ৫৭ কেজি বিভাগে ভারতীয় বক্সার সোনিয়া চাহাল উত্তর কোরিয়ার জো সং হুয়া কে হারিয়ে ফাইনালে উঠলেন ।