মাইকেল হাসি ব্যক্ত করলেন তার দূরস্বপ্নের অভিজ্ঞতা আইপিএল ২০২১ নিয়ে

চেন্নাই সুপারকিংস য়ের ব্যাটিং প্রশিক্ষক দুইবার করোনা পসিটিভ হয়ে অবশেষে পৌঁছালেন তার নিজের দেশ
অস্ট্রেলিয়া তে । পর পর দুইবার তার করোনা রিপোর্ট পসিটিভ আসা তে তাকে নিভৃতবাসে থাকতে হয় ।এইবার তিনি নিজ দেশে পৌঁছেছেনকিন্তু সেইখানে তাকে ১৪ দিন নিভৃতবাসে থাকতে হবে ।আমার ধারনা ছিল না কি ভাবে জৈব সুরক্ষা বলয় ভেঙে কি ভাবে আমি আক্রান্ত হলাম ।তবে তার মনে হচ্ছে মুম্বাই থেকে দিল্লি যাওয়ার সময় আমি আক্রান্ত হয়েছি ।