গতকাল দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে মহিলা বিশ্বকাপের সেমিফাইনালে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া তোলেন ৪ উইকেটে ১৭২ রান ।তাদের হয়ে সর্বাধিক রান করেন মুনি ৫৪(৩৭)।জবাবে ভারত নির্দিষ্ট ওভারে ৮ উইকেটে তোলেন ১৬৭ রান ।ভারতের হয়ে সর্বাধিক রান করেন হারমোনপ্ৰিত ৫২ (৩৪)। ম্যান অফ দি ম্যাচ হো অস্ট্রেলিয়ার আসলে গার্ডনার ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...