মুম্বই হায়দরাবাদ এফ সি কে ২-০ গোলে হারাল।প্রথমার্ধের ৩৮ মিনিটে দারুন গোল করে মুম্বইকে এগিয়ে দেন ভিগনেশ। বিরতিতে খেলার ফল ১-০। বিরতির পর ৫৯ মিনিটে মুম্বাইর হয়ে দ্বিতীয় গোল করেন লা ফান্দে। মুম্বইয়ের ৭ ম্যাচে ১৬ পয়েন্ট হল এবং তারা টেবিলের শীর্ষে আছে। হায়দরাবাদের ৬ ম্যাচে ৯ পয়েন্ট হয়েছে।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...