ইংরেজ ব্যাটসম্যান জোশ বাটলারের দুরন্ত সেঞ্চুরি তে ৬৮ বলে ১০০ রানের দৌলতে ২৩ রানে ম্যাচ জিতলো রাজস্থান রয়্যালস ।ম্যাচের সেরা হন জশ বাটলার ,প্রথমে ব্যাট করে রাজস্থান রয়্যালস ৮ উইকেটে করেন ১৯৩ রান ।সনজু ৩০(২১)এবং হেটমেয়ার ৩৫(১৪) বলে করেন ।বুমরাহ ও মিলস তিনটি করে উইকেট নেন ।জবাবে মুম্বাই ইন্ডিয়ান্স ৮ উইকেটে করে ১৭০ রান ,ঈশান৫৪ (৪৩) এবং তিলক ভার্মা ৬১(৩৩)।
রাজ্য
মুখ্যমন্ত্রীর খেলা ধরে ফেললেন বিরোধী দলনেতা
সম্প্রতি কলকাতা তে মুর্শিদাবাদে হিংসার প্রতিবাদে বিজেপি যুব মোর্চা মিছিল করলো নেতাজির বাড়ি থেকে শ্যামাপ্রসাদের বাড়ি অব্দি । এই মিছিলের নেতৃত্ব দেন বিরোধী দলনেতা...