খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আগামী মঙ্গলবার বোরোদার বিরুদ্ধে রঞ্জি ম্যাচের জন্য মুম্বাই ক্রিকেট সংস্থা তাদের ১৫ জন দলের সদস্য দের নাম ঘোষণা করেছেন । দলের নেতৃত্ব দেবেন সূর্য কুমার যাদব । সহ অধিনায়ক নির্বাচিত হয়েছেন অভিজ্ঞ উইকেট কিপার আদিত্য তারে । নির্বাসন কাটিয়ে সৈয়দ মুস্তাক আলী টি ২০ ট্রফিতে মুম্বাই দলে এসেছেন ওপেনার প্রীতিশ শ । মুম্বাইয়ে হয়ে খেলবেন ভারতের সহ অধিনায়ক আজিঙ্ক্য রাহানে ।