মুম্বাই বড় জয় পেলো পাঞ্জাব কে হারিয়ে

খবর   ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক ::গতকাল  আইপিএলের লীগের খেলাতে টসে জিতে পাঞ্জাব অধিনায়ক রাহুল ফিলিডিংয়ের সিদ্ধান্ত নেন । ১৬ ওভার পর্যন্ত তার সিদ্ধান্ত একদম সঠিক ছিল ।তখন স্কোর ছিল ১০২ ৪ উইকেটে ,এর পরে শেষ ৫ ওভারে  পোলার্ড  এবং পান্ডিয়া জুটি  ৫ ওভারে তোলেন ৮৯ রান  এবং মুম্বাইয়ের  ইনিংস  শেষ হয় ৪ ওভারে ১৯১ রানে ।রোহিত করেন ৭০ রান ।জবাবে ব্যাট করতে নেমে  পাঞ্জাব  করে ৮ উইকেটে ১৪৩ রান ।