মুম্বাই সিটির বিরুদ্ধে ইস্টবেঙ্গল আজকে খেলবে

আজ সন্ধ্যা তে যুবভারতীতে মুম্বাই সিটি এফসি মুখোমুখি হতে চলেছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব , চোটের জন্য খেলতে পারবে না ক্রেসপো,খাবরা এবং পার্ডো ।ইস্টবেঙ্গলের নড়বড়ে ডিফেন্স নিয়ে চিন্তিত কোচ কুয়াদ্রাত । লালচুন নুঙার ছন্দে না থাকা তে চিন্তিত কোচ ,তবে সুখবর নির্বাসন মুক্ত হয়ে শৌভিক চক্রবর্তী মাঠে ফিরছেন জুটি বাঁধবেন ভিক্টরের সঙ্গে আর ক্লেইটনের শুন্য স্থান পূরণ করতে হবে ব্রাউন কে ।