মুম্বাই সিটি এফসি কে হারিয়ে ছন্দে ফিরলো ইস্টবেঙ্গল

গতকাল মুম্বাইয়ের মাঠে লাল হলুদ ব্রিগেড জয়ের জন্য প্রথম থেকেই আক্রমনাত্বক খেলা খেলেছিল ।জর্ডানডোহার্টির জায়গায় আলেক্স লিমা কে খেলিয়ে কোচ এই দিন মাঝ মাঠের দখল নেন । রক্ষণ ভাগ কে সহযোগিতা করতে জার্ভিস সহ কিরিয়াকুএবং জেরি সমান ভাবে নেমে খেলছিল । স্বা র্থক ও লালচুননুঙা ছন্দে ফিরতেই আটকে গেলো চাঙতে এবং বিপিন সিংহের দৌড় ।দ্বিতীয় অর্ধে
৭ মিনিটের মাথায় প্রতি আক্রমণে দুরন্ত গোল করেন নাওরেম মহেশ ।