মুম্বাই হারালো পাঞ্জাব কিংস কে

গতকাল আই পিএলের লীগের খেলা তে পাঞ্জাব প্রথমে ব্যাট করে করে ফেলে ৩ উইকেটে ২১৪ রান ।তাদেরহয়ে সর্বাধিক রান করেন লিভিংস্টোন ৮২ (৪২)।জবাবে মুম্বাই ইন্ডিয়ান্স ১৮.৫ ওভারে ৪ উইকেটে ২১৬ রান তোলে ।ঈশান কিষান ৭৫ রান করেন ৪১ বলে ,সূর্যকুমার যাদব করেন ৬৬ (৩১) বলে ।