গতকাল আই পিএলের লীগের খেলা তে পাঞ্জাব প্রথমে ব্যাট করে করে ফেলে ৩ উইকেটে ২১৪ রান ।তাদেরহয়ে সর্বাধিক রান করেন লিভিংস্টোন ৮২ (৪২)।জবাবে মুম্বাই ইন্ডিয়ান্স ১৮.৫ ওভারে ৪ উইকেটে ২১৬ রান তোলে ।ঈশান কিষান ৭৫ রান করেন ৪১ বলে ,সূর্যকুমার যাদব করেন ৬৬ (৩১) বলে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...