মুস্তাক আলী টুর্নামেন্টে এমএস ধোনি কে না দেখতে পেরে হতাশ তার ভক্তরা

করোনা আবহাওয়ার মধ্যে আগামী জানুয়ারী মাসে দেশের মাটিতে শুরু হতে চলেছে ঘরোয়া ক্রিকেট টি ২০
সৈয়দ মুস্তাক আলী টূর্নামেন্ট ।ক্রিকেট প্রেমীদের মধ্যে প্রশ্ন উঠেছিলো আইপি এল ২০২১ সালের আগেই ক আবারো ব্যাট হাতে দেখা যাবে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি কে এটা আশা করেছিল ধোনি ভক্তরা কিন্তু ঝাড়খণ্ডের ১৭ জনের দলে মাহির দাম না দেখে তারা আশা হত হয় ।