খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : এই প্রথমবার মেসির অধিনায়কত্বে লা লিগায় জয়ী হল বার্সালোনা । গত কাল তারা ১-০ গোলে হারায় লেভান্তেকে ।তারা এই লীগ জয় করলেন তিন ম্যাচ বাকি থাকতে। প্রথমার্ধে গোল শুন্য ভাবে শেষ হওয়ার পর খেলার দ্বিতীয়ার্ধে ৬২ মিনিটের মাথায় খেলার এক মাত্র গোল করেন লিয়নেল মেসি। এই নিয়ে বার্সার ২৬ তম লা লীগ জয়।লেভান্তকে হারানোয় ৩৫ টম ম্যাচ বার্সার পয়েন্ট দাঁড়াল ৮৩।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...