মোহনবাগানের টেকনিকাল ডিরেক্টর হতে পারে হাবাস

গতকাল মোহনবাগানের তরফে ঘোষণা করা হয় যে আন্তোনিও লোপেজ হাবাদ ফায়ার আসছেন মোহনবাগানের টেকনিকাল ডিরেক্টর হিসাবে ।মূল দলের পাশাপাশি বিভিন্ন বয়েস ভিত্তিক দলের পরামর্শ দাতার ভূমিকা পালন করবেন হাবাস ।উচ্ছসিত হাবাস বলেন কলকাতা তে ফিরতে পেরে আমি খুব খুশি কারণ আমার কোচিং জীবনের সেরা সময়