মোহনবাগানের নির্ভরযোগ্য ডিফেন্ডার টিরি চোট পেয়ে সরে যাওয়ার পরে অস্ট্রেলীয় ডিফেন্ডার ব্রেন্ডন
হামিল কে নিলো এটিকে মোহনবাগান ।দক্ষিণ কোরিয়া ও অস্টেলিয়ার ক্লাবে সাফল্যের সাথে খেলেছেন তিনি । গত মরশুনে তিনি ছিলেন মেলবোর্ন ভিক্টোরি ক্লাবে ।অস্ট্রেলিয়ার অনুর্দ্ধ ১৭ -২০ ও ২৩ জাতীয় দলের হয়ে খেলেছেন তিনি । গতকাল এটিকে সঙ্গে তার দুই বছরের
চুক্তির কথা ঘোষণা করেন মোহনবাগান ।