আজ যুবভারতীতে সন্ধ্যা ৬ টা নাগাদ ডুরান্ড সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ,মোহনবাগান ও গোয়া এফসি
খেলাটি দেখানো হবে সোনি টেন ১ চ্যানেলে ,গতকাল মোহনবাগানের যুবভারতীতে সন্ধ্যা নাগাদ অনুশীলন চলাকালীন বেশ কিছু সমর্থক খেলোয়াড় দের হাতে রাখি পরিয়ে দিলেন,উপহার হিসাবে পেলেন ছবি ও চকোলেট ।জেসন ও দিমিত্রি রাখি বন্ধনের মানেটা শুনছিলেন সমর্থক দের কাছ থেকে ।