গতকাল যুবভারতী স্টেডিয়ামে এএফসি কাপে মালদ্বীপের মাজিয়ার এসআরসির বিরুদ্ধে ২-১ গোলে জয়ী হলো মোহনবাগান । মোহনবাগান পেনাল্টি মিস করেন ৩৯ মিনিটে ,আর ২৮ মিনিটে মোহনবাগান কে ১ গোলে এগিয়ে দিয়েছিলো মোহনবাগান ।তার কিছুক্ষন পরেই ১-১ করেন মাজিয়ার তোমকি । জয় সূচক গোলটি করেন জেসন ক্যামিংস মোহনবাগানের হয়ে ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...