মোহনবাগান ৩ গোলে জিতলো আইএস এলে

গতকাল যুবভারতীতে হায়দ্রাবাদ কে ৩-০ গোলে পরাজিত করে মোহনবাগান সুপারজায়ান্ট । খেলা শুরু হওয়ার ৯ মিনিটের মাথায় আত্মঘাতি গোলে মোহনবাগান এগিয়ে যায় । প্রথম অর্ধ শেষ হওয়ার ঠিক তিন মিনিট আগে মোহনবাগান কে ২-০ গোলে এগিয়ে দেয় টম আলড্রেড ।দ্বিতীয় অর্ধ শুরু হওয়ার ৬ মিনিটের মাথায় তৃতীয় গোল করেন কামিংস ,দুরন্ত খেলে ম্যান অফ দি ম্যাচ হন লিস্টন কোলাসো ।