ম্যাচ হেরে সব দায়িত্ব ফুটবলার দের উপরে চাপাতে চাইছেন কোচ

গতকাল গোয়ার মাঠে ইস্টবেঙ্গল এফসি গোয়া এফসির কাছে বিদ্ধস্থ হয় ৪-২ গোলে । এই মরশুমে লীগ টেবিলে ১১ নম্বরে দল ,প্লে অফ খেলার আশা নেই ।ইস্টবেঙ্গল কোচ বলেন বাকি কটা ম্যাচ মর্যাদার জন্য খেলবেন তারা ।ম্যাচ হারের সব দায় অবশ্য ফুটবলারদের উপরেই চাপালেন তিনি ।ম্যাচ হারার পর তার মন্তব্যে সেটাই মনে হয় ।