খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল ভারতীয় ফুটবল ইতিহাসে একটি নতুন অধ্যায় শুরু হলো । ম্যানচেস্টার সিটির সঙ্গে গাঁটছাড়া বাঁধলেন নীতা আম্বানির মুম্বাই সিটি এফসি । ভারতীয় ফুটবলে উন্নতি করার লক্ষে মুম্বাই সিটির ৬৫% অংশীদারিত্ব কিনছেন মুম্বাই সিটি । একই পদ্ধতিতে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র এবং চিনে ক্লাব কিনেছি । উচ্ছসিত মুম্বাই সিটির গোল রক্ষক অমরেন্দ্র সিংহ গতকাল কোলকাতাতে সাংবাদিকদের বলেন “এই চুক্তির ফলে মুম্বাই সিটি নয় ভারতীয় ফুটবল সামগ্রিক ভাবে এগিয়ে যাবে “।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...