যশস্বী এবং জাদেজার কেরামতিতে ভারত হারালো ইংল্যান্ড কে

গতকাল রাজকোটের মাটিতে তৃতীয় টেস্টের চতুর্থ দিনে ভারত পরাস্ত করে ইংল্যান্ড কে ৪৩৪ রানে।ভারত
২ ইনিংস য়ে করে ৪৪৫ এবং ৪ উইকেটে ৪৩০ রানে ডিক্লেয়ার ।যশস্বী একই নট আউট থাকে ২১৪ রানে ।শেষ ইনিংস য়ে ইংল্যান্ড কে ১২২ রানে গুড়িয়ে দেয় ভারত ,সৌজন্যে রবীন্দ্র জাদেজা ৪১ রানে ৫ উইকেট এবং ম্যান ওফ দি ম্যাচ হন ।