যশস্বী ত্রিশতরান করতে না পৰ তে আক্ষেপ শাস্ত্রীর

ভারতের প্রাক্তন অধিনায়ক ও কোচ রবি শাস্ত্রী ,যশস্বী সম্মন্ধে বলতে গিয়ে বলেন তিনি যেই গতিতে রান করছেন ,তিনি খুব তাড়াতাড়ি ট্রিপল সেঞ্চুরি করে ফেলবেন ,রাজকোটে ডিক্লেয়ারের বিষয় না থাকলে এই ম্যাচে তিনি ট্রিপল সেঞ্চুরি করে দিতেন ।অপরদিকে বুমরাহ সম্পর্কে বলতে গিয়ে বলেন ও এখন বিশ্বের সেরা ফাস্ট বোলার সাদা বলে দুর্ধর্ষ বোলিং করলো ,৬ ইনিংস য়ে ১৭ টা উইকেট মুখে কথা নয় ।