য়ামাল কে পিছনে ফেলে ব্যালন ডি আর জিতলেন ডেম্বলে

সদ্য পাওয়া খবর থেকে জানা যাচ্ছে ফিফার বর্ষসেরা ফুটবল শিরোপা ব্যালন ডি আর জিতে নিলেন ফ্রান্সের তারকা খেলোয়াড় উসমান ডেম্বলে । তার প্রতিদ্বন্দ্বী ছিলেন স্পেনের তরুণ তুর্কি লামিনে যামাল । তাকে পরাজিত করে ,তিনি এই শিরোপা পান । তার এই ব্যালন ডি আর মনে করিয়ে দিচ্ছে তার পূর্বসূরি করিম বেঞ্জেমার স্মৃতি ।