গতকাল ব্যারাকপুর স্টেডিয়ামে ইস্টবেঙ্গল হারালো মোহনবাগান কে ।প্রথম অর্ধের ৩৯ মিনিটে ইস্টবেঙ্গলের শ্যামল বেশরার শট ক্রসবারে লেগে গোয়ালের ভিতরে পরে বাইরে বেরিয়ে এলেও গোল দেননি রেফারি ।দ্বিতীয় অর্ধের শুরুতে আক্রমনাত্বক হয় ইস্টবেঙ্গল এবং ৬১ মিনিটে দলের হয়ে প্রথম গোল টি করেন সায়ান ।সংযুক্ত সময়ে ইস্টবেঙ্গলের হয়ে দ্বিতীয় গোল করেন শ্যাম বেশরা ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ইস্টবেঙ্গল ।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...