অলিম্পিকের কুস্তি প্রতিযোগিতার ৫৭ কেজি বিভাগে ফাইনালে উঠলেন রবি কুমার দাহিয়া।ফলে ভারতের একটি সোনা বা রুপোর পদক নিশ্চিত। তবে রবির চোখ সোনার দিকে। সেমিফাইনালে তিনি হারালেন কাজখস্থানের কুস্তিগীরকে। তবে তিনি এই খেলায় এক সময় ২-৯ পয়েন্টে পিছিয়ে যান। তারপর তিনি পয়েন্টের ব্যবধান কমিয়ে ৫-৯ করেন। কিন্তু একদম শেষ লগ্নে প্যাঁচের কৌশলে রবি তার প্রতিপক্ষকে ধরাশায়ী করে দেন।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...