রবি মান্ডির গোলে ৩৩ তম সন্তোষ ট্রফি জিতলো বাংলা

গতকাল হায়দ্রাবাদের মাটিতে কেরল কে রবি হাঁসদার করা অন্তিম সময়ের গোলে ৩৩ তম সন্তোষ ট্রফি জিতলো বাংলা ।কোচ সঞ্জয় সেন ,৪-৩-৩ ছকে দল কে সাজিয়ে ছিলেন ,স্ট্রাইকার রবির সঙ্গে ছিলেন আবু সুফিয়ান ও মনতোষ মাঝি ।তিনি ট্রাইবেকারে যদি দল যায় সেই ভাবনা নিয়ে দল সাজিয়ে ছিলেন ,সংযুক্ত সময়ের ৯০+৪ মিনিটে গোল করেন রবি ।