রশিদের স্পিনে বধ দিল্লি

খবর  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :প্রথমে ব্যাট করে হায়দরাবাদ করে ১৬২/৪।  ওপেনিং ব্যাটসম্যান ওয়ার্নার ও বেয়ারস্টো  করেন যথাক্রমে ৪৫ ও ৫৬ রান। দুজনের জুটিতে ১ম  উইকেটে ওঠে ৭৭ রান। এরপর দিল্লী খেলতে নামে । ঋষভ পন্থ আবার ব্যর্থ ,করেন মাত্র ২৮ রান। রশিদ  খান একাই নেন ৩ উইকেট মাত্র ১৪ রানের বিনিময়ে।২০ ওভারে দিল্লী করে ৭ উইকেটে ১৪৭ রান। ফলে ১৫  রানে  ম্যাচ যেতে ওয়ার্নারের টিম এবং ম্যাচের সেরা হন রশিদ খান।