জয়পুরের মাঠে রাজস্থান রয়্যালস প্রথমে ব্যাট করে তোলে ২০২ রান । ৪৩ বলে ৭৭ রান করেন যশস্বী ,তার পরে ব্যাট করতে নেমে চেন্নাই সুপারকিংস ৬ উইকেটে তোলে ১৭০ রান ,৩২ রানে বিজয়ী হয় রাজস্থান রয়্যালস ।আদাম জাম্পা ২২ বলে ৩ উইকেট এবং রবি চন্দ্রণ অশ্বিন ৩৫ বলে ২ উইকেট তোলেন ,শিভম ডুবে ৫২ এবং ঋতুরাজ ৪৭ রান করেন ।
রাজ্য
পাক হামলার যোগ্য জবাব দিলো ভারত
অপারেশন সিঁদুর শুরু করার পরে ভারতীয় সেনা বাহিনী দাপটের সাথে ধ্বংস লীলা চালিয়েছিল ,পাক জঙ্গি ও সেনা ঘাঁটি তে ।গত রাতে ভারতের ১৫ টি...