গতকাল ইডেনে পাঁচ উইকেটে জিতলো রোমহর্ষক ম্যাচে কেকে আর ।প্রথমে ব্যাট করে পাঞ্জাব কিংস তোলেন ৭ উইকেটে ১৭৯ রান ।সর্বাধিক রান করেন ধবন ৪৭ বলে ৫৭ রান ,সিভি বরুন ২৬ রানে ৩ উইকেট নেন ।জবাবে নাইট রাইডার্স ৫ উইকেটে ১৮২ রান তোলেন ।আন্দ্রে রাসেল ২৩ বলে করেন ৪২ রান এবং রিংকু সিংহ ১০ বলে ২১ রানে নট আউট থাকেন ,শেষ ওভারে তিনি
খেলার মোড় ঘোরান ,ম্যাচের সেরা হন রাসেল ।