রাসেল আজকে নিজের পুরোনো মেজাজে জ্বলে উঠতে চান

খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :নাইট  রাইডার্স  আজকে তাদের দ্বিতীয়  ম্যাচে মুখোমুখি  হচ্ছেন সান রাইজার্স  হায়দ্রাবাদের ।গতকাল  নেট প্রাকটিসে দীর্ঘক্ষণ ব্যাট করেন  আন্দ্রে রাসেল  বিশেষ  করে  স্লোয়ার ডেলিভারি  বল  গুলি আলাদা ভাবে প্রাকটিস  করেন তিনি ।তিনি চাইছেন আজকে ভুবনেশ্বর কুমার এবং নটরাজনের বিরুদ্ধে  তার যেন ভুল না হয় ।দলীয়  সূত্রের খবর আজকে রান তাড়া  করার জন্য হয়তো বা তাকে তিন নম্বরে ব্যাট করতে পাঠ্য হতে পারে,গত ম্যাচে তাকে ৬ নম্বরে নামানোর জন্য কার্তিকের সঙ্গে তার মনোমালিন্য হয় ।