গতকাল কলকাতা পৌঁছে লিটন দাশ বলেন তিনি যখন বিমানে ছিলেন তখন রিংকুর সেই অসাধারণ ইনিংস শেষ হয়ে যায় ,পরে ভিডিও দেখে বলেন অপূর্ব এই রকম ইনিংস আগে হয়েছে বলে আমার জানা নেই ৫ বলে ২৮ রান বাকি সেই খানে ৫টি ছক্কা মারা খুব কঠিন ব্যাপার ।কোনো ধরণের ক্রিকেটেই এই রকম ইনিংস দেখিনি ,আজ কোচ পন্ডিত রিংকুর জন্য বিশেষ উৎসবের আয়োজন করেছে দলগত সংহতি বাড়াতে ।
রাজ্য
উত্তর কন্যা অভিযান করতে গিয়ে গ্রেপ্তার হলেন মীনাক্ষী মুখার্জি
গতকাল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআইয়ের ডাকে উত্তরবঙ্গের প্রশাসনিক সচিবালয় ,বেকার বিরোধী দিবস পালন করতে মীনাক্ষী মুখার্জির নেতৃত্বে অভিযান চালিয়েছিল সিপিএমের যুব সংগঠন ।ওই অভিযান...