রিংকুর অস্বাভাবিক ইনিংস দেখে মুগ্ধ লিটন দাশ

গতকাল কলকাতা পৌঁছে লিটন দাশ বলেন তিনি যখন বিমানে ছিলেন তখন রিংকুর সেই অসাধারণ ইনিংস শেষ হয়ে যায় ,পরে ভিডিও দেখে বলেন অপূর্ব এই রকম ইনিংস আগে হয়েছে বলে আমার জানা নেই ৫ বলে ২৮ রান বাকি সেই খানে ৫টি ছক্কা মারা খুব কঠিন ব্যাপার ।কোনো ধরণের ক্রিকেটেই এই রকম ইনিংস দেখিনি ,আজ কোচ পন্ডিত রিংকুর জন্য বিশেষ উৎসবের আয়োজন করেছে দলগত সংহতি বাড়াতে ।