রোনাল্ডো মরিয়া গোলে বিশ্ব নজিরের দিকে

শনিবার রাতে রোনাল্ডো আল হাজমের বিরুদ্ধে সৌদি প্রো লিগে আল নাসেরের হয়ে তার ক্যারিয়ারের ৯৫০ তম গোলটি করে ফেললেন ।খেলার ৮৮ মিনিটের মাথায় ডান প্রান্ত থেকে আসা বল কে ফ্লিক করে জালে জড়িয়ে দেন । আল নাসেরের অন্য গোল দাতা হচ্ছেন জোয়াও ফেলিক্স । খেলার শেষে তিনি বলেন দল কে সাহায্য করতে পেরে ও ৯৫০ তম গোল করতে পেরে আমি খুশি ।তবে আমার নজির আরো উপরের দিকে ।