লক্ষ সেন একমাত্র ভারতীয় ইন্ডিয়ান ওপেনের শেষ আটে

On: Friday, January 16, 2026 10:00 AM

বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন শিপের শেষ আটে পৌঁছালেন বিশ্ব ক্রম তালিকা তে ১৪ নম্বরে থাকা ভারতীয় ভারতীয় শাটলার লক্ষ্য সেন । তিনি হারান জাপানের নিশিমতো কে ২১-১৯,২১-১০ ফলাফলে । ম্যাচের পরে লক্ষ বলেন আমি আমার খেলার কৌশল কিছুটা বদল করেছিলাম ।শাটল কে আরো দূরে পাঠানোর চেষ্টা করেছি ।পাশাপাশি জোর দিয়েসি নিজের ডিফেন্সের ওপরে ।