খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল সামির বলে মাথায় ছোট পাওয়া দুই বাংলাদেশী ক্রিকেটার লিটন দাশ ও নঈম ডাক্তারের পরামর্শ অনুযায়ী আজ সারাদিন হোটেলই বিশ্রাম নিয়েছেন,তারা দলের সঙ্গে ইডেন গার্ডেন্স য়ে আসেননি ।তবে তাদের শারীরিক অবস্থা এখন ভালো বলেই জানা যাচ্ছে । গতকাল লিটন ও নঈমের মাথায় সামির বাউন্সার আঘাত হানতে মাঠে নেমে আসে ফিল হিউসের স্মৃতি । চিকিৎসকরা এম আর আই রিপোর্ট দেখে সন্তুষ্ট হন যে স্কালে চোট লাগেনি লিটন ও নঈমের তবু তাদের সম্পূর্ণ রূপে বিশ্রামে থাকতে বলা হয়েছে ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...