আই এস এলে লীগের খেলা তে মোহনবাগান ১-০ গোলে হারালো বেঙ্গালুরু এফসি কে ।তার ফলে ১৮ ম্যাচে ৪০ পয়েন্ট অর্জন করে মোহনবাগান টানা দ্বিতীয় বার লীগ শীল্ড জয়ের পথে এগিয়ে গেলো ,গত দুটি ম্যাচে ড্র করে চাপে ছিল মোহনবাগান ।সুনীল ছেত্রী কে আটকানোর জন্য অপুইয়ার থেকে ও টাংরি কে শুরু থেকে খেললেন বেঙ্গালুরু কোচ,কিন্ত তা কাজে আসেনি । প্রথম অর্ধের সংযুক্ত সময়ে বিশাল কাইথ বাধ্য করেন সুনীল কে বাইরে মারতে । খেলার ৭৪ মিনিটের মাথায় ডান পায়ের ভলি তে গোল করে লিস্টন মোহনবাগন কে যেতে জেতায় ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...