গতকাল বুন্দেসলিগা তে বায়ার্ন মিউনিখ পরাস্থ করে আউশবার্গ কে ।খেলার মূল আকর্ষণ ছিল ৭১-৭২ মরশুমে বুন্দেসলিগা তে ৪০ টি গোল করা মুলারের রেকর্ড লেবানডোস্কি ভাঙতে পারেন কিনা ।ঘাত প্রতিঘাতে ৭১ মিনিট অব্দি খেলার ফলাফল বায়ার্নের পক্ষে ছিল ৪-২। হতাশা যখন চরমে নেমে এসেছিলো ভক্তদের মনে ঠিক সেই সময়ে দেন পায়ে গোল করে মুলারের রেকর্ড ভেঙে ফেললেন লেবানডোস্কি ,মাঠে উপস্থিত ২৫০ জন দর্শক সাক্ষী থাকলো ওই মুহূর্তের ।
রাজ্য
খুব শিগ্রই বিজেপির সর্বভারতীয় সভাপতি ও পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচিত হবে
সূত্রের খবর আগামী ১০ দিনের মধ্যেই বিজেপির সর্বভারতীয় সভাপতি বেছে নেওয়ার তোড়জোড় চলছে । তবে নিয়ম হলো কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করার আগে রাজ্য ও...