লেয়ানডোস্কি কি টপকাতে পারবে মুলারের গড়া রেকর্ড

বায়ার্ন মিউনিখ এইবার নিয়ে টানা  ৯ বার বুন্ডিসলিগা জয় করে অন্যান্য নজির গড়লেন । শনিবার বায়ার্নের হয়ে  হ্যাট্রিক করেন তাদের তারকা স্ট্রাইকার  লেবানডোস্কি ।এর পরে তিনি পাখির চোখ করেন ৪৯ বছরের  গার্ড  মুলারের  বুন্ডিসলিগাতে  ৪০টি গোলের  রেকর্ড কে স্পর্শ করার ।তিনি এখন অব্দি করেছেন ৩৯ টি গোল  বাকি রয়েছে বায়ার্নের দুটি ম্যাচ ,দুটি গোল  করলেই তিনি মুলার কে টপকে রেকর্ড গড়বেন ।