গতকাল আফগানিস্তানের বিরুদ্ধে ভারত মোহালির মাঠে প্রথম টি ২০ ম্যাচে জয়ী হয় ৬ উইকেটে ।প্রথমে ব্যাট করে আফগানিস্তান নির্দিষ্ট ওভারে তোলে ১৫৮ রান ৫ উইকেট হারিয়ে ।তাদের হয়ে সর্বোচ্চ রান তোলেন নবী ৪২ রান ,ভারতের হয়ে দুটি করে উইকেট নেন অক্ষর প্যাটেল ও মুকেশ,জবাবে ভারত ১৭.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৯ রান তোলেন । নোট আউট থেকে শিবম দুবে
৪০ বলে ৬০ রান করে ম্যান অফ দি ম্যাচ হয় ।