শুভমন গিল সাংবাদিক সম্মেলনে মিষ্টি করে ধুয়ে দিলেন ব্রিটিশ সাংবাদিক কে

এডবাস্টনের দ্বিতীয় টেস্টে ইতিহাস গড়া জয়ের পরে ভারতীয় অধিনায়ক শুভমান গিল , সাংবাদিক বৈঠকে
এসে একটি প্রশ্ন তোলেন আমার সব থেকে প্রিয় ব্রিটিশ সাংবাদিক কোথায় গেলো । জানা যাচ্ছে ওই সাংবাদিক টেস্ট শুরুর আগে এজবাস্টনে ভারতীয় দলের পরাজয়ের ইতিহাস শুনিয়েছিলেন শুভমান গিল কে ,সেই দিন গিল খুব বিনম্র ভাবে বলে “আগে কি ঘটেছিলো জানিনা আমরা সব সময় জয়ের জন্য খেলি “।