শেষ বেলা তে ভালো দল করলো কেকেআর

নিলামের শেষ দিকে শ্লগ ওভারে কেকেআর তুলে নিলো উইকেট রক্ষক কাম ব্যাটসম্যান কুইন্টন ডি কক কে ,যিনি নারায়ণের সঙ্গে ওপেনিং পার্টনার হিসাবে খেলতে পারবেন । এই ছাড়াও উইকেট রক্ষক লাবনীত শিসোদিয়া ও গুরবাজ কে নেওয়া হয়েছে ,এরা দুই জন্যেই ব্যাটসম্যান তিন নম্বরে ব্যাট করার জন্য নেওয়া হয়েছে ভেঙ্কটেশ আইয়্যার কে ,পাশাপাশি ১.৫ কোটি তে নেওয়া হয়েছে আজিঙ্ক্য রাহানে কে ,মিডল অর্ডারে নেওয়া হয়েছে রঘুবংশী কে ৩ কোটি টাকা দিয়ে । রিংকু সিংহ ও রামনদ্বীপ কে ধরে রাখা হয়েছে ফিনিশার হিসাবে ,শেষ বেলা তে তুলে নেওয়া হয় স্পিনার মঈন আলীকে । মায়াঙ্ক আগারওয়াল ও অনুকূল রায় দুই জনেই কেকে আরে রয়েছে ।