রাশিয়াকে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিল ডেনমার্ক। তারা বি গ্ৰুপের দ্বিতীয় দল হিসাবে পরের পর্বে গেল। প্রথম খেলায় ডেনমার্কের এরিকসন খেলার সময় মাঠে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। ইউরো কাপে তিনি আর খেলতে পারবেন না। কিন্তু রাশিয়াকে ৪-১ গোলে হারিয়ে তার দুঃখ কিছুটা লাঘব করলেন তার দলের খেলোয়াড়রা।
রাজ্য
উত্তর দক্ষিণ মেট্রো পাচ্ছে এর দুটি চীন রেখ
কলকাতার উত্তর দক্ষিণ মেট্রো পরিষেবা তে চীনের ডালিয়ান সংস্থার তৈরি তিনটি রেক আগেই ব্যবহার করা হয়েছিল । এইবার আরো দুটি রেক পরিষেবা তে যুক্ত...