শ্রী সিমেন্ট ও ইস্টবেঙ্গল কর্তাদের মধ্যে সংঘাত চরমে

গতকাল দুবাই থেকে ফোনে শ্রী সিমেন্টের কর্তা হরিমোহন বাঙুর এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম কে জানান ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ চূড়ান্ত চুক্তিপত্রে সাক্ষর না করলে কোনো অবস্থা তে আমরা এই বছর আইএসএল খেলবো না ।তিনি আরোবলেন আমরা জানতে চেয়েছিলাম প্রাথমিক ও অন্তিম চুক্তির মধ্যে পার্থক্য কোথায় ,ক্লাব কর্তারা বলেছিলেন এক মাসের মধ্যে আইনজবীদেরসাথে কথা বলে আমাদের জানাবেন ।আগামী সপ্তাহের মধ্যে এইটি না জানালে আমরা কঠোর পদক্ষেপ নেবো ।