খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :প্রথমে ব্যাট করে পাঞ্জাব তোলে ২ উইকেট হারিয়ে ২২৩ রান। মায়াঙ্ক শর্মা সেঞ্চুরি করেন এবং রাহুল করেন ৬৯ রান। এটি এই পি এলের সর্বোচ্চ্চ রান। এরপর রাজস্থান ব্যাট করতে নামে রেকর্ড রান তাড়া করতে। স্মিথ, সঞ্জু ও তেওটিয়ার দাপটে তিন বল বাকি থাকতে রেকর্ড গড়ে রাজস্থান জয় ছিনিয়ে নেয়। তেওটিয়া এক ওভারে পাঁচটা ছয় মারেন। এজন্য যুবরাজ সিংহ তাকে অভিনন্দন জানিয়েছেন।
রাজ্য
তৃণমূলের কাছে নতজানু হলেন তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি
গতকাল লোকসভা স্পিকার ওম বিড়লার কাছে ,লিখিত ভাবে একটি বেফাঁস মন্তব্যের জন্য মৌখিক ভাবে ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষমা চাইলেন কল্যাণ ব্যানার্জি ।তিনি মহিলাদের তির্যক...