সন্তোষ ট্রফির ফাইনালে উঠলো পাঞ্জাব এবং সার্ভিসেস

খবর  ঘন্টায়  ঘন্টায়  ওয়েবডেস্ক  :  গতকাল  লুধিনায়ার  গুরু নানক  স্টেডিয়ামে  সন্তোষ  ট্রফির প্রথম সেমিফাইনালে রুদ্ধশ্বাস  ম্যাচে  পাঞ্জাব  হারালো  গোয়া কে ২-১ গোলে । পাঞ্জাবের  হয়ে  গোল করেন জাসপ্রিত  এবং হারজিন্দর  সিংহ  গোয়ার  হয়ে গোল  করেন রোনাল্ডো  অলিভিয়েরা । দ্বিতীয়  সেমিফাইনালে  খেলা  ১-১ গোলে  অমীমাংসিত থাকার ফলে  ট্রাইবেকারে  সার্ভিসেস হারান কর্ণাটক কে ৪-৩ গোলে ।