সর্বশক্তি নিয়ে প্রিমিয়ার লীগ জিততে আজকে মাঠে নামছে মোহনবাগান

২০১৮ সালে শেষবার কলকাতা প্রিমিয়ার লীগ জিতেছিল মোহন বাগান । আই এস এল থেকে ডুরান্ড কাপ জিতলেও মোহনবাগান পিছিয়ে পড়েছে কলকাতা প্রিমিয়ার লীগ জিততে ।কিন্তু এইবার মরিয়া বাগান কলকাতা প্রিমিয়ার লীগ জিততে তাদের নবনির্মিত অধিনায়ক সন্দীপ মালিকের নেতৃত্বে । তারুণ্য ও অভিজ্ঞতা কে মিশিয়েই দল নামাচ্ছে মোহনবাগান খেলবে আজকে পুলিশ এসির
বিরুদ্ধে ।