খবর ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত পরশু সিরিয়া লিগে আটলান্টার কাছে ৫-০ গোলে হেরে যায় এসি মিলান । তার পরেই হুলুস্থূল পরে যায় এসি মিলানের কর্তাদের মধ্যে । ইটালির সংবাদমাধ্যমের খবর এর পরেই মিলানের কর্তারা জ্লাতান ইব্রাহিমোভিচ কে দলে ফেরানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছেন । সোনা যাচ্ছে ক্লাবের প্রস্তাবে সারা দিয়েছেন তিনি ,এর আগে ইব্রাহিমোভিচ ৮৫ ম্যাচে ৫৬ গোল করেছিলেন এসি মিলানের হয়ে ।